৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন উত্তর ৫ম অধ্যায় জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করি সপ্তম শ্রেণির পরীক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। যারা ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন উত্তর ১ম অধ্যায় খুঁজছিলেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।
৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্নঃ ১ (৫ম অধ্যায়)
করিম সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এলাকায় ন্যায় বিচারক হিসেবে তার অনেক সুনাম। বিচারকের আসনে বসে তিনি ভালো মন্দ বিচার-বিবেচনা করেন। প্রাত্যহিক জীবনে যেকোনো কাজ শেষ করার আগে করিম সাহেব কাজটি সম্পর্কে ভেবে নেন। তিনি মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি সঠিকভাবে করার চেষ্টা করেন। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি খুব আন্ত রিক। তিনি মনে করেন- 'বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি।
ক) দাম্ভিকতা কী?
খ) আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়।- ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের করিম সাহেবের মধ্যে সুনাগরিকের কোন গুণটি পরিলক্ষিত হয়? বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ কর।
৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্নের উত্তরঃ ১ (৫ম অধ্যায়)
ক) দাম্ভিকতা একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য।
খ) আত্মসংযম বলতে নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝায়। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে। দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। আত্মসংযমী নাগরিক, নিয়মকানুন মেনে চলে এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়। অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে। তিনি রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে থাকেন। তাই বলা যায়, আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়।
গ) উদ্দীপকের করিম সাহেবের মধ্যে সুনাগরিকের বিবেক-বিচার গুণটি পরিলক্ষিত হয়।
সাধারণত ভালো-মন্দের জ্ঞান ও দায়িত্ব-কর্তব্যের জ্ঞানকে বিবেকের বিচার বলা হয়। একজন নাগরিককে যেকোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে এ কাজটি ভালো না মন্দ। তারপর মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি তাকে করতে হবে। বিবেক-বিচারসম্পন্ন মানুষ সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে বিবেক দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাদের সব কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেক দিয়ে ভাবনার প্রয়োজন হয়। তারপর ভালো-মন্দ বিবেচনা করে কাজটি দায়িত্ব নিয়ে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। উদ্দীপকের করিম সাহেবের মধ্যে এ ধরনের মানসিকতা দেখা যায়। তিনি মন্দ কাজ পরিহার করে ভালো কাজটি দায়িত্বের সাথে পালন করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার সমস্যা সমাধান করতে তিনি কারও পক্ষ না নিয়ে সব সময় বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। এ থেকে বোঝা যায়, করিম সাহেবের মধ্যে সুনাগরিকের বিবেক- বিচার গুণটি পরিলক্ষিত হয়।
ঘ) উদ্দীপকের শেষ উক্তিটি হলো- “বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি।" বিবেক হলো মানুষের অন্তর্নিহিত শক্তি, যার দ্বারা মানুষ ন্যায়-অন্যায়, ভালো-মন্দের বিচার করা যায়। বিবেকহীন মানুষ পশুর সমান।
বিবেক মানুষকে ভালো-মন্দ, দায়িত্ব-কর্তব্য, ন্যায়-অন্যায় ইত্যাদি বুঝতে শেখায়। যেকোনো দেশের নাগরিকের মধ্যে যদি বিবেক না থাকে তবে সে দেশের মানুষের মধ্যেও ভালো-মন্দ দায়িত্ব-কর্তব্যের জ্ঞান থাকে না। আর যদি বিবেক থাকে তবে তারা যেকোনো কাজের ভালো-মন্দ বিবেচনা করতে পারে। এর ফলে মন্দ কাজটি পরিহার করে তারা ভালো কাজটি করতে পারে।
এছাড়া তারা সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে বিবেক দিয়ে সিন্ধান্ত নিতে পারে। মূলত সেই নাগরিকই সুনাগরিক যে বিবেক-বিচারসম্পন্ন। উদ্দীপকের করিম সাহেব যেকোনো কাজ সম্পন্ন করার আগে কাজটি সম্পর্কে ভাল করে ভবে নেন। এতে তিনি সহজে বোঝতে পারেন কাজটি ভালো না মন্দ। তিনি মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি দায়িত্ব নিয়ে সম্পন্ন করার চেষ্টা করেন। এলাকার কোনো সমস্যা সমাধান করতে গেলে তিনি কারও পক্ষ না নিয়ে নিজের বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন।
বিবেক সুনাগরিক হওয়ার এমন একটি গুণ যা মানুষ শিক্ষা, পরিবেশ-পরিস্থিতি, পরিবার ইত্যাদি থেকে আয়ত্ত করে। তাই বলা হয়, বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি।
৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্নঃ ২ (৫ম অধ্যায়)
ওসমান গনি রেলওয়ের একজন বড় কর্মকর্তা। ক্ষমতার দাপটে তিনি গ্রামের প্রায় ১০০ জনকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন। বিগত নির্বাচনে তিনি একজন প্রভাবশালী প্রার্থীর পক্ষে কাজ করেন এবং অনেক টাকা ব্যয় করেন। এলাকার মানুষ মনে করে ওসমান গনি নিজের স্বার্থে নির্বাচনে এ টাকা ব্যয় করেছেন। এলাকার প্রতিবাদী যুবক জয়নাল ওসমান গনির এ ধরণের কাজের বিরোধিতা করে এবং নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে অনুপ্রাণিত করে। সে সততা, দক্ষতা, বিবেক ও ন্যায়-অন্যায়বোধের মাধ্যমে দেশের উন্নতি কামনা করে।
ক) বিবেক-বিচার কী?
খ) নির্লিপ্ততা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের সুনাগরিকতার কোন প্রতিবন্ধকতা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে জয়নালের মতো নাগরিক দেশের উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ কর।
৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্নের উত্তরঃ ২ (৫ম অধ্যায়)
ক) বিবেক-বিচার হলো ভালো-মন্দের জ্ঞান ও দায়িত্ব-কর্তব্যের জ্ঞান।
খ) নির্লিপ্ততা বলতে কাজের প্রতি নাগরিকের উদাসীনতাকে বোঝায়।
নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য, কাজে অনীহা ইত্যাদি কারণে মানুষের মধ্যে নির্লিপ্ততা তৈরি হয়। নির্লিপ্ততার ফলে নাগরিক রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না। এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনও করে না।
গ) উদ্দীপকের সুনাগরিকতার ব্যক্তিস্বার্থপরায়ণতা প্রতিবন্ধকতাটি ফুটে উঠেছে। ব্যক্তিস্বার্থপরায়ণতা সুনাগরিকতা অর্জনের পথে একটি বড় অন্তরায়। এক্ষেত্রে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। ফলে একজন নাগরিক সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করে থাকে।
গ) উদ্দীপকের ওসমান গনি একজন সরকারি কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে তিনি তার গ্রামের প্রায় ১০০ জনকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন। ভবিষ্যতে আরো দুর্নীতির আশায় তিনি নির্বাচনে তার দলীয় প্রার্থীর পক্ষে প্রচুর অর্থ ব্যয় করেছেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এতেই বোঝা যায়, উদ্দীপকে ওসমান গনির ব্যক্তিস্বার্থপরায়ণতার দিকটি প্রতিফলিত হয়েছে, যা সুনাগরিকতার প্রতিবন্ধকতা।
ঘ) উদ্দীপকের প্রতিবাদী যুবক জয়নালের মতো একজন নাগরিক দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ আধুনিক রাষ্ট্রে নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের নাগরিকরা ভালো ও সুনাগরিক হলে দেশ উন্নতির দিকে অগ্রসর হবে। কেননা রাষ্ট্রের শাসন পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ সবকিছুই নির্ভর করে সুনাগরিকের সততা, দক্ষতা অর্থাৎ নাগরিক হিসেবে যথাযথ ভূমিকা পালন করার ওপর।
দেশের সার্বিক উন্নয়ন যেমন- বৃক্ষরোপণ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করা, নির্বাচনের সময় সকলকে সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থী নির্বাচনে সচেতন করা একজন নাগরিকের রাষ্ট্রীয় দায়িত্ব।
উপসংহার
আশা করি, যারা ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন উত্তর ৫ম অধ্যায় খুঁজছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন উত্তর ৫ম অধ্যায়ের মত আরো অন্যান্য অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ও উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ আজকের ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন নিয়ে লেখা আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত পড়ার জন্য।
0 Comments