Ticker

6/recent/ticker-posts

কাবুলিওয়ালা গল্পের মূলভাব কি জানুন

কাবুলিওয়ালা গল্পের মূলভাব কি জানুন

কাবুলিওয়ালা গল্পের মূলভাব কি জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করি সপ্তম শ্রেণির পরীক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। সপ্তম শ্রেণির  বাংলা প্রথম পত্রের একটি গল্প হলো 'কাবুলিওয়ালা'। এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জনপ্রিয় ছোট গল্প। যারা  কাবুলিওয়ালা গল্পের মূলভাব কি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

কাবুলিওয়ালা গল্পের মূলভাব কি?

কাবুলিওয়ালা গল্পের মূলভাবঃ ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ-দুঃখ, আনন্দ ভালবাসার অনুভূতি অনেকাংশেই এক। 'কাবুলিওয়ালা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতাষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভেতরের স্নেহপ্রবণ মনে ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন ! দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের বা যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন পিতা সর্ব সময়ই তার সন্তানকে একই রকমভাবে ভালবাসেন। সন্তানের মঙ্গলূ-চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা ‘কাবুলিওয়ালা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বনজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন।

আরও পড়ুনঃ

উপসংহার

আশা করি, যারা কাবুলিওয়ালা গল্পের মূলভাব কি খুঁজছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। কাবুলিওয়ালা গল্পের মূলভাব এর মত আরো অন্যান্য গল্পের মূলভাব জানতে  আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ আজকের কাবুলিওয়ালা গল্পের মূলভাব কি নিয়ে লেখা আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত পড়ার জন্য।

Post a Comment

0 Comments