Ticker

6/recent/ticker-posts

কোরানের বাণী কবিতার মূলভাব

কোরানের বাণী কবিতার মূলভাব

কোরানের বাণী কবিতার মূলভাব জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করি সপ্তম শ্রেণির পরীক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। সপ্তম শ্রেণির বাংলা প্রথম পত্রের একটি কবিতা হলো 'কোরানের বাণী'। এই কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের জনপ্রিয় কবিতা। যারা কোরানের বাণী কবিতার মূলভাব কি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

কোরানের বাণী কবিতার মূলভাব কি?

কোরানের বাণী কবিতার মূলভাবঃ 'কোরানের বাণী' সত্যেন্দ্রনাথ দত্তের একটি অনুবাদ কবিতা। এটি তিনি অনুবাদ করেছেন কুরআন শরীফের সূরা 'আদ-দোহা' থেকে। সূরাটি নাযিল হয়েছিল। মক্কায়। তখন বেশ কিছুকাল রাসূল (স.)-এর নিকট ওহী নাযিল হচ্ছিল না। তাঁর দুশমনরা তাই প্রচার করতে থাকে যে, আল্লাহ মুহাম্মদ (স.)-কে ভুলে গেছেন। ওহি নাযিল না হওয়ায় হযরত (স.) ও চিন্তিত হয়ে পড়েন। এই সময়ই আল্লাহ রসূলকে আশ্বস্ত করার জন্য মধ্য দিনের আলো ও রাত্রির দোহাই দিয়ে বলেছেন যে, তিনি তাকে ভুলেন নি। অতীতের চেয়ে তাঁর ভবিষ্যৎ আরো ভালো হবে এবং তিনি আল্লাহর কৃপা লাভ করে খুশি হবেন। তিনি যখন অসহায় হয়ে পৃথিবীতে এসেছিলেন, তখন আল্লাহই তাঁকে ঠাঁই দিয়েছিলেন। তারপর বড় হলে তাঁকে ভুল পথ থেকে সুপথে এনেছেন। সেই দয়ার কথা স্মরণ করে তিনি যেন কোন অসহায়জনের উপর জুলুম না করেন। তিনি যেন ভিখারি আতুরকে সাহায্য করেন এবং করুণাময় আল্লাহর দয়ার কথা সারা বিশ্বে প্রচার করেন।

আরও পড়ুনঃ

উপসংহার

আশা করি, যারা কোরানের বাণী কবিতার মূলভাব কি খুঁজছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। কোরানের বাণী কবিতার মূলভাব এর মত আরো অন্যান্য কবিতার মূলভাব জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ আজকের কোরানের বাণী কবিতার মূলভাব  নিয়ে লেখা আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত পড়ার জন্য।

Post a Comment

0 Comments