Ticker

6/recent/ticker-posts

মরু ভাস্কর গল্পের মূলভাব কি জানুন

মরু ভাস্কর গল্পের মূলভাব কি জানুন
মরু ভাস্কর গল্পের মূলভাব কি জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করি সপ্তম শ্রেণির পরীক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। সপ্তম শ্রেণির বাংলা প্রথম পত্রের একটি গল্প হলো 'মরু ভাস্কর'। এই গল্পটি মোহাম্মদ ওয়াজেদ আলীর একটা জনপ্রিয় ছোট গল্প বা প্রবন্ধ। যারা মরু ভাস্কর গল্পের মূলভাব কি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

মরু ভাস্কর গল্পের মূলভাব কি?

মরু ভাস্কর গল্পের মূলভাবঃ ‘মরু-ভাস্কর' প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।

হযরত মুহাম্মদ (স.) ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান; মানবপ্রেমে, জীবপ্রেমে মহীয়ান। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তাঁর জীবন সমুজ্জ্বল। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা। কিন্তু হযরত মুহাম্মদ (স.)-এর জীবনের যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত।

আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ (স.) ছিলেন একজন সাধারন মানুষের মতো। তাই তিনি মানবজাতির গৌরব।

তাঁর ৬৩ বছরের ঘটনাবহুল জীবনে, নানা পরিস্থিতির মধ্যেও তাঁর জীবনের মুলধারা ছিল অপরিবর্তিত। তিনি সব সময় সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করেছেন। তাঁর চরিত্রে মিশে ছিল হাসিখুশি ভাব, কোমলতা ও কাঠোরতা। আপন বিশ্বাস, সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী-পুরুষ, বন্ধু-বান্ধব, শিশু কিশোর, আত্মীয়-স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল তাঁর চরিত্র ছিল প্রীতিতে, মমতায়, স্নেহে, সৌজন্যে দয়ার আধার। জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন।

হযরত মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন। তিনি চরম দুরবস্থা-কবলিত ক্রতিদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তাঁর জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু হযরত কুসংস্কারকে কখনও প্রশ্রয় দেননি। যা সত্য, যা যুক্তিগ্রাহ্য, তার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। হযরত জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন সব সময়। এর-ফলে-মুসলিম-সমাজ-জ্ঞানবিজ্ঞান চর্চায় এগিয়ে-যাওয়ার-প্রেরণায় উজ্জীবিত-হয়েছে।

আরও পড়ুনঃ

উপসংহার

আশা করি, যারা মরু ভাস্কর মূলভাব কি খুঁজছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। মরু ভাস্কর গল্পের মূলভাব এর মত আরো অন্যান্য গল্পের মূলভাব জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ আজকের মরু ভাস্কর গল্পের মূলভাব কি নিয়ে লেখা আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত পড়ার জন্য।

Post a Comment

0 Comments