Ticker

6/recent/ticker-posts

পিতৃপুরুষের গল্প গল্পের মূলভাব

পিতৃপুরুষের গল্প গল্পের মূলভাব

পিতৃপুরুষের গল্পের মূলভাব জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করি সপ্তম শ্রেণির পরীক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। সপ্তম শ্রেণির বাংলা প্রথম পত্রের একটি গল্প হলো 'পিতৃপুরুষের গল্প'। এই গল্পটি হারুন হাবিবের একটা জনপ্রিয় গল্প। যারা পিতৃপুরুষের গল্পের মূলভাব কি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

পিতৃপুরুষের গল্পের মূলভাব কি?

পিতৃপুরুষের গল্পের মূলভাবঃ 'পিতৃপুরুষের গল্প' গল্পটির কিশোর অন্ত ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এক সময় একুশে ফেব্রুয়ারির দু'দিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছেই শুরু হয় অন্তর অতীত সম্পর্কে তথ্যনির্ভর ইতিহাসের পাঠ। অন্ত জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাতমসজিদ রাস্তার নামের ইতিহাস। জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য। পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অস্ত্র স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনারসহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে।

আরও পড়ুনঃ

উপসংহার

আশা করি, যারা পিতৃপুরুষের গল্পের মূলভাব কি খুঁজছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। পিতৃপুরুষের গল্পের মূলভাব এর মত আরো অন্যান্য কবিতার মূলভাব জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ আজকের পিতৃপুরুষের গল্পের মূলভাব  নিয়ে লেখা আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত পড়ার জন্য।

Post a Comment

0 Comments