Ticker

6/recent/ticker-posts

সেই ছেলেটি গল্পের মূলভাব কি জানুন

ছেলেটি গল্পের মূলভাব কি জানুন

সেই ছেলেটি গল্পের মূলভাব কি জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করি সপ্তম শ্রেণির পরীক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। সপ্তম শ্রেণির বাংলা প্রথম পত্রের একটি গল্প হলো 'সেই ছেলেটি'। এই গল্পটি মামুনুর রশীদের একটা জনপ্রিয় ছোট গল্প বা নাটিকা। যারা সেই ছেলেটি গল্পের মূলভাব কি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

সেই ছেলেটি গল্পের মূলভাব কি?

 নাট্যকার মামুনুর রশীদ রচিত ‘সেই ছেলেটি’ একটি নাটিকা। এ নাটিকাটিতে একটি শারীরিক প্রতিবন্ধী শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ। আরজু, সোমেন ও সাবু তিন বন্ধু একই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ে। কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আরজুর খুব কষ্ট হয়। মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে। বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না। কখনো কখনো বসে পড়ে। বন্ধুরা আরজুর জন্যে আস্তে আস্তে হাঁটে। তাতে বিদ্যালয়ে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায়। আসলে হয়েছিল কি, আরজু ছোট বেলায় ভীষণ অসুখে পড়েছিল। তাতে তার পা সরু হয়ে যায় । তাই সে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়ে। কিন্তু আরজু জানে না কেন তার পা অবশ হয়ে আসে। তাঁর মা জানেন আরজুর অসুখের কথা। তিনি কাঁদেন। একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে, আরজু বন্ধুদের বিদ্যালয়ে চলে যেতে বলে। সে রাস্তার পাশে বসে থাকে। আইসক্রিমওয়ালা আসে, হাওয়াই মিঠাইওয়ালা আসে। সে তাদের সাথে কথা বলে। তারা চলে যায়। আরজু ভাবে পাখি কিংবা মেঘ তাকে যদি উড়িয়ে নিয়ে বিদ্যালয়ে দিয়ে যেত। এদিকে শিক্ষক ‘আব্দুল লতিফ স্যার’ আরজুকে ক্লাসে উপস্থিত হতে না দেখে সোমেনদের কাছ থেকে তথ্য জেনে তিনি সোমেনদের সঙ্গে নিয়ে আরজুর খোঁজে রওনা হন। আরজুকে দেখে তিনি বুঝতে পারেন যে, আরজুর পা অবশ হয়ে আসা একটা রোগ। তখন আব্দুল লতিফ স্যারের কথায় সোমেনদের মনে সহানুভূতি জাগে। তাদের সহায়তায় আরজু বিদ্যালয়ে যায়।

আরও পড়ুনঃ

উপসংহার

আশা করি, যারা ছেলেটি গল্পের মূলভাব কি খুঁজছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। সেই ছেলেটি গল্পের মূলভাব এর মত আরো অন্যান্য গল্পের মূলভাব জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ আজকের ছেলেটি গল্পের মূলভাব কি গল্পের মূলভাব নিয়ে লেখা আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত পড়ার জন্য।

Post a Comment

0 Comments