Ticker

6/recent/ticker-posts

নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর জানুন

নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করি সপ্তম শ্রেণির পরীক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। সপ্তম শ্রেণির বাংলা প্রথম পত্রের একটি কবিতা হলো 'নতুন দেশ'। যারা নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর খুঁজছিলেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন: ১

“বহুদিন-ধরে-বহুক্রোশ-ধরে

 বহু-ব্যয়-করি-বহু-দেশ-ঘুরে 

 দেখিতে-গিয়াছি-পর্বতমালা

 দেখিতে-গিয়াছি-সিন্ধু

 দেখা-হয়-নাই-চক্ষু-মেলিয়া 

 ঘর-হতে-শুধু-দুই-পা-ফেলিয়া 

 একটি-ধানের-শীষের-উপর 

 একটি-শিশির-বিন্দু”। 

ক. কবির মনে কোথায় যেতে সাধ জাগে? 

খ. “বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে"- চরণটি বুঝিয়ে লিখ। গ. উদ্দীপকের বর্ণনায় নতুন দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। 

ঘ. উদ্দীপকের ভাবার্থ 'নতুন দেশ' কবিতার সমান্তরাল কিনা? বিশ্লেষণ কর। 

নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর : ১

ক) কবির মনে নতুন মগর বনে যেতে সাধ জাগে। 

খ) নতুন দেশের প্রতি কবির আগ্রহের কথাটি এখানে বোঝানো হয়েছে। 

কবি দেখতে পান তার পাশের নদী থেকে প্রতিদিন নৌকা দূরদেশে চলে যায়। কোথায় যায় এ সম্পর্কে কবির জানার আগ্রহ থাকে প্রচুর। কবি মনে মনে সে দেশের সম্পর্কে একটি নিত্য ছবি আঁকেন। কবি সে দেশে যেতে চান; কিন্তু তার বাবা সে দেশে নিয়ে যায় না। এজন্যই কবি তার বাবার নিকট এ প্রশ্নটি করেছে। 


গ) উদ্দীপকের বর্ণনায় নতুন দেশ কবিতার নতুন দেশ সম্পর্কে অজানাকে জানার আগ্রহ প্রকাশ পেয়েছে। নতুন দেশ কবিতায় কবির অজানাকে জানার সীমাহীন কৌতূহল ও প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। 

ভাটার টানে ঘাটে রাধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন। পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এভাবে অজানাকে জানার অসীম কৌতূহল ‘নতুন দেশ’ কবিতায় ফুটে উঠেছে। আলোচ্য উদ্দীপকেও অজানাকে জানার সীমাহীন কৌতূহল ফুটে উঠেছে। 

মানুষ প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য দূর দূরান্তে ভ্রমণ করে। এতে তারা বহু টাকা পয়সা ব্যয় করে বহু সময় নষ্ট করে। কিন্তু তাদের ঘরের নিকট ছোটখাটো অপার সৌন্দর্যের আধার লুকিয়ে থাকে, তা তারা দেখতে পায় না। সে কথাটিই এখানে বলা হয়েছে। 


ঘ) উদ্দীপকের ভাবার্থ নতুন দেশ কবিতার পুরোপুরি সমান্তরাল নয়। উদ্দীপকের বর্ণনায় নতুন দেশ’ কবিতার নতুন দেশ সম্পর্কে অজানাকে জানার আগ্রহ প্রকাশ পেয়েছে। ‘নতুন দেশ' কবিতায় কবির অজানাকে জানার সীমাহীন কৌতূহল ও প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। 

ভাটার টানে ঘাটে বাধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এভাবে অজানাকে জানার অসীম কৌতূহল নতুন দেশ কবিতায় ফুটে উঠেছে। 

আলোচ্য উদ্দীপকেও অজানাকে জানার সীমাহীন কৌতূহল ফুটে উঠেছে। তবে 'নতুন দেশ' কবিতার কবির প্রকৃতিকে জানার আগ্রহ ভিন্ন। উদ্দীপকে শুধু অজানাকে জানার কৌতূহল প্রকাশ পেয়েছে। 

এখানে বলা হয়েছে শুধু দূরদেশে নয় আমাদের বসবাসের আশেপাশেও অনুপম সৌন্দর্যের স্থান আছে যা আমরা সচরাচর খোঁজ রাখি না। 

নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন: ২

ধানমণ্ডি থেকে পদ্মা নদীর তীরের গ্রামে বেড়াতে যায় রিমি। নদীতীরের কাশফুল আকাশে সাদা মেঘের ভেলা, সাদা সাদা বক পাখিরা উড়ে যাওয়া দেখে ভীষণ ভালো লাগে রিমির। নদীর বুকে পাল তোলা জেলে নৌকার বহর ওর মন কাড়ে। মাছ ধরার দৃশ্যে সে হারিয়ে যেতে চায়। 

ক. মাঝনদীতে নৌকা কীভাবে চলে? 

খ. সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে-চরণটি বুঝিয়ে লিখ। 

গ. উদ্দীপকের রিমির ভালো লাগার দিকটি 'নতুন দেশ কবিতায় কীভাবে ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। 

ঘ. উদ্দীপকের রিমির ভাবনা ‘নতুন দেশ' কবিতার কবির ভাবনা কি সমান্তরাল? তোমার মতামত দাও।

নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর : ২

ক) মাঝনদীতে নৌকা ভাটার টানে চলে। 

খ) আলোচ্য চরণে ‘নতুন দেশ' সম্পর্কে কবির জানার আগ্রহটি প্রকাশ পেয়েছে। কবির পাশের নদী থেকে অসংখ্য নৌকা পাল তুলে চলে যায়। কোথায় সে নৌকা যায় এ সম্পর্কে কবির জানার আগ্রহ প্রচুর। কবি জানতে চান সেটা কোন দেশ এবং মানুষ সেখানে কেমন করে থাকে। সে ‘নতুন দেশ' সম্পর্কে জানার আগ্রহ থেকেই কবি এ কথাটি বলেছেন। 

গ) অজানাকে জানার কৌতূহলের মধ্য দিয়ে উদ্দীপকের রিমির ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। অজানাকে জানার কৌতূহল বিষয়ে একটি শিশুতোষ কবিতা 'নতুন দেশ’। 

কবির অজানাকে জানার আগ্রহ প্রচুর। তিনি প্রতিদিন নতুন দেশ সম্পর্কে জানতে চান। নদী থেকে প্রতিদিন নৌকা অজানা দেশে চলে যায়। কোথায় যায়? কবির তা জানার আগ্রহ প্রচুর । আলোচ্য উদ্দীপকে ধানমণ্ডি থেকে পদ্মা নদীর তীরের গ্রামে বেড়াতে যায় রিমি। নদীতীরের কাশফুল আকাশে সাদা মেঘের ভেলা, সাদা সাদা বক পাখিরা উড়ে যাওয়া দেখে ভীষণ ভালো লাগে রিমির।

নদীর বুকে পাল তোলা জেলে-নৌকার বহর ওর মন কাড়ে। মাছ ধরার দৃশ্যে সে হারিয়ে যেতে চায়। নতুন দেশ কবিতার মতো আলোচ্য উদ্দীপকের রিমিরও অজানাকে জানার আগ্রহ প্রচুর। 


ঘ) উদ্দীপকের রিমির ভাবনা ‘নতুন দেশ' কবিতার কবির ভাবনা প্রায় সমান্তরাল। অজানাকে জানার কৌতূহলের মধ্য দিয়ে উদ্দীপকের রিমির ভালোলাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। 

অজানাকে জানার কৌতূহল বিষয়ের একটি শিশুতোষ কবিতা ‘নতুন দেশ'। কবির অজানাকে জানার আগ্রহ প্রচুর। তিনি প্রতিদিন নতুন দেশ সম্পর্কে জানতে চান। নদী থেকে প্রতিদিন নৌকা অজানা দেশে চলে যায়। 

কোথায় যায় কবির তা জানার আগ্রহ প্রচুর। ভাটার টানে ঘাটে বাধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এভাবে অজানাকে জানার অসীম কৌতূহল 'নতুন দেশ' কবিতায় ফুটে উঠেছে। 

আলোচ্য উদ্দীপকেও অজানাকে জানার সীমাহীন কৌতূহল ফুটে উঠেছে। আলোচ্য উদ্দীপকের রিমির ও প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে।

উপসংহার

আশা করি, যারা নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর খুঁজছিলেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্নের মত আরো অন্যান্য কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ আজকের নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে লেখা আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত পড়ার জন্য।

Post a Comment

0 Comments